বাড়বকুণ্ডে দুই পিকআপের সংর্ঘষে চালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড শুকলালহাট এলাকায় দুই পিকআপের সংর্ঘষে এক চালক নিহত হয়েছেন। তার নাম মো. সুমন (২৫)। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শুকলাল হাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্র্রতক্ষ্যদর্শীরা জানান নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সামনে থাকা অপর পিকআপকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক সুমন মারা যায়। আহত হয় সহকারী হৃদয় (১৪)।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ছালেহ আহমদ পাঠান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সামনে থাকা অপর পিকআপকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা পিকআপের চালক নিহত ও সহকারী আহত হন। গুরুতর অবস্থায় তাদের সীতাকুণ্ড সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন চালকের সহকারী হৃদয়ের বাসা চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায়।
নিহত সুমনের গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডুমার থানার হরিণছড়ায়।