অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে সারা বাংলা-৯০ ব্যাচের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

1
.

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানিয়েছে সোস্যাল মিডিয়া ফেসবুকের জনপ্রিয় গ্রুপ সারাবাংলা-৯০ ব্যাচের (এসএসসি) চট্টগ্রামের বন্ধুরা।

২১ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে নগরীর বাংলাদেশ রেলওয়ে (পূর্বঞ্চল) সদর দপ্তর সংলগ্ন (সিআরবি) শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় সংগঠনের সদস্যরা বাংলা ভাষাকে মাতৃভাষা আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের শ্রদ্ধা জানান।

পরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় ভাষা দিবসের আলোচনা সভা।

.

এতে বক্তারা বলেন-১৯৫২ সালে ভাষা শহীদরা শুধু বাংলাকেই প্রতিষ্ঠা করেননি বরং বিশ্বের মাঝে নিজ মাতৃভাষাকে অধিষ্ঠিত করেছেন মযার্দার আসনে। ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ায় বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। তাই একুশে ফেব্রুয়ারি বাঙালিদের জীবনে শোকাবহ ও গৌরবোজ্জ্বল একটি দিন।

আরো পড়ুন- চট্টগ্রামে “সারাবাংলা-৯০ ব্যাচের” প্রথম আড্ডায় মেতেছিল অর্ধশত বন্ধু

এসময় বক্তব্য রাখেন- নূরুল আবসার ইকবাল, নাজমুল আবেদীন অভি, আলমগীর হায়দার চৌধুরী লিটন, এস, এম,শাহাবউদ্দিন সজীব, আসাদুজ্জামান গোলাপ, আলমগীর হোসেন চৌধুরী, আজম খান,সাইফুল ইসলাম শিল্পী, বড়ুয়া অসিম কুমার, এসকেএম মারুফ, শাহনেওয়াজ, মমতাজ বেগম, শিউলী চৌধুরী, নুরুন্নবী ভুঁইয়া, মোহন পাল, এঞ্জেলিনা, মো. কাউসার হোসাইন রিপন, মো. ওমর ফারুক দেওয়ান, লোকমান, মো. খুরশিদ আলম, মো. শাহ ইসরাইল সবুজ, মো. বদরুল হাসান, রিপন চৌধুরী রিতু, মো. কাউসার আলম, সৈয়দ মো. সোলাইমান হক, জাহাঙ্গীর আলম, হেলাল চৌধুরী, ইকবাল করিম চৌধুরী।