অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে আগুনে পুড়ে গেছে ১০ বসতঘর: ক্ষয়ক্ষতি ২০ লাখ

1
14731250_1158512667529735_132651606994686042_n
.

চট্টগ্রামের ফটিকছড়ি থানার নাজিরহাট পৌরসভা এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি বসত ঘর পুড়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার মত সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সুয়াবিল ভাঙ্গা দিঘিরপাড় যৃদিষ্টি মহাজনের বাড়ী প্রকাশ বণিক পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, ওই সময় আগুন লাগার সাথে সাথে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে ব্যর্থ হলে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত অকুস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে রামু থানায় কর্মরত এসআই প্রভাষ ধর, রতন ধর, কার্তিক ধর, সাধন মাষ্টার, রাম পদ, শান্তি পদ, ননি গোপাল, রাশেদ ধর, শংকর বণিক, অমর ধরের বসত ঘর ভষ্মিভূত হয়।

 পুজার ঘর থেকে অগ্নিকাণ্ড সূত্রপাত্র হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কন্ট্রোল রুমের কর্মকর্তা মো. দিদারুল আলম জানান, আগ্নিকাণ্ডে একজন পুলিশ অফিসারের বাড়িসহ ৬ জনের মালিকানাধীন একাধিক কক্ষ বিশিস্ট ৬টি বসত ঘর পুড়ে যায়।

ফটিকছড়ি ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অগ্নিকাণ্ডে কবল থেকে ঢায়ার সার্ভিস ১৫ লাখ টাকার সম্পদ রক্ষা করতে পেরেছে।

১ টি মন্তব্য
  1. Faruk Ibn Munir বলেছেন

    ওহ