অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফেরিওয়ালা সেজে পাচারকালে ৮০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

0
.
.

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফেরিওয়ালা সেজে ইয়াবা পাচার করার সময় তুহিন মুন্সি (৩০) নামের এক যুবক কে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এসময় তাঁর কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলোর বর্তমান বাজার মূল্য ৮০ লাখ টাকা।

আজ সোমবার দুপুরে উপজেলার বটতলী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক হওয়া তুহিন মুন্সি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি উপজেলার রায়পুরের গহিরা থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকায় যাচ্ছিলেন বলে কোস্টগার্ড জানান।

কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম শহিদুল ইসলাম রাতে জানান, কোস্ট র্গাড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশান সাংগু এর একটি টহল দল টহলরত অবস্থায় চেয়ারম্যান ঘাঁটা বটতলী এলাকায় এক ফেরিওয়ালা কে দেখে সন্দেহ হলে তাকে তল্লাশি চালানোর জন্য চেষ্টা করে। ফেরিওয়ালা কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেরিওয়ালা (তুহিন) বলেন কম দামে ইয়াবাগুলো ক্রয় করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে জব্দকৃত ইয়াবাগুলো এবং গ্রেফতারকৃত কে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে আনোয়ারা থানা পুলিশ নিশ্চিত করেছেন।